চট্টগ্রাম ব্যুরো : খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ বলেছেন, আমরা ভীত নই, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব ইন্শাআল্লাহ। তিনি বলেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় জাতি উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও দেশ রক্ষার আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়বে।
বর্তমানে দেশে গণতন্ত্র অনুপস্থিত, ভোট ডাকাতি ও ডিজিটাল কারচুপির কবলে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ ট্রাইব্যুনাল করে এ নির্বাচন কমিশনের বিচার করা হবে। তিনি গতকাল (সোমবার) নগরীর বাকলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে শাহাদত বার্ষিকীতে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন