রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধানের দাম বাড়ানোর কাজ চলছে

সাংবাদিকদের কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের মানুষ কৃষিকে অন্যতম জীবিকা হিসেবে নিয়েছে। তাই কৃষকদের বাঁচানোর দায়িত্ব সরকারের। সে জন্য কৃষকের ধানের দাম কিভাবে বাড়ানো যায় তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে।
গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল ফিতরের পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ধানের দাম কম কিভাবে স্থায়ী সমাধানে পৌঁছানো যায়,সেই নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন এবং তার নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। আমরা এই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছি, যাতে করে কৃষকরা লাভবান হয়। কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের ধানের দাম বাড়ানোর বিষয়ে সরকার বদ্ধপরিকর ও আন্তরিক এবং বেশ গুরত্বের সহিত এ নিয়ে কাজ করছি। খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা করা হবে বিষয়টি সমাধানও করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন