শেরপুরের শ্রীবরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে খাদিজা বেগম (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ ১০ মে সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাঘবেড় গ্রামে বাড়ির পাশে বান্ধবীদের সাথে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। মৃত খাদিজা বেগম ওই গ্রামের শামছুল হকের মেয়ে ও ঢাকা মির্জা আব্বাস কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
মৃত খাদিজার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খাদিজা বেগম ঢাকায় মির্জা আব্বাস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে। আজ সোমবার দুপুরে খাদিজা বেগম বান্ধবীদের সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় সে সাতাঁর কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন মাছ ধরার জাল ফেলে তাকে মৃত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল হক জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, পুকুরে পানির গভিরতার কারণে সে পানিতে ডুবে মারা গেছে। সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর কে জানানো হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে নেমেছে শোকের ছায়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন