শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ২:০৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল-গুলিসহ পলাশ (২৯) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।
আজ মঙ্গলবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক পলাশ ছিয়াত্তরবিঘী এলাকার বড়টাপপুর গ্রামের কেতাবুর রহমানের ছেলে।
এরআগে গত ১০ জুন দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের একটি লিচু ও আম বাগান থেকে ওই যুবককে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের একটি লিচু ও আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের একটি অভিযানিক দল অস্ত্র ব্যবসায়ী পলাশকে হাতেনাতে আটক করে। অভিযানে ওই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার কথা শিকার করেছেন পলাশ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‍্যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন