শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কচুয়ায় অস্ত্রসহ যুবক আটক

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : কচুয়ায় ফাহাদ (২০) নামের এক যুবককে চুরি করার সময় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাতে চুরি করার সময় তাকে আটক করে গণধোলাই দিয়ে কচুয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। সরেজমিন গিয়ে জানা যায়, গভীররাতে ফাহাদসহ সংঘবদ্ধ চোর ওই বাড়ির বাউন্ডারি দেয়াল টপকে তার বাসভবনের খোলা গ্রিলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকানি খুলে ভিতরে প্রবেশ করে। চেয়ারম্যানের কক্ষের তোশকের নিচে থাকা চাবি বের করে স্টিলের আলমিরা খুলে নগদ প্রায় দেড় লাখ টাকা ও একটি মোবাইলসহ ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার মুহুর্তে চেয়ারম্যানের স্ত্রী টের পেয়ে চিৎকার শুরু করলে চোরেরা বাড়ি থেকে বের হয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন বেরিয়ে আসে এবং খিলা পাটোয়ারীর বাড়ির নিকট থেকে চোর চক্রের মধ্যে ফাহাদ নামের এক যুবককে জনতা একটি ছুরিসহ আটক করে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার মাহাবুব জানানÑ ফাহাদ ছাড়াও চুরির সাথে জড়িত অন্যান্যদের নাম পরিচয় আমরা পেয়েছি। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন