শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাজেট নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে না বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ২:৪০ পিএম

২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা হচ্ছে আজ। জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে এ খসড়া বাজেট পেশ করবেন।

অর্থমন্ত্রীর পেশ করা বাজেট নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাবে না বিএনপি

দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্নভাবে বাজেট নিয়ে কথা বললেও দলটি আনুষ্ঠানিকভাবে আগামীকাল শুক্রবার (১৪ জুন) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশানে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট প্রতিক্রিয়া জানাবে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বিএনপির এই সংবাদ সম্মেলনের এখনও সময় নির্ধারণ করা হয়নি।

দলটির দফতর সূত্র জানায়, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা উপস্থিত থেকে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের পর দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সমন্বয়ে গঠিত একটি সেল পুরো বাজেট নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করবে। পরে একটি লিখিত বক্তব্য শুক্রবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেয়া হবে বলে জানা গেছে।

এদিকে বাজেট পেশের পরপরই বিএনপির ৬ জন সংসদ সদস্য জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে গিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে তারা কখন নাগাদ কথা বলবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) বাজেট পেশ হবে। আজকেইতো আর বাজেট নিয়ে কথা বলা যাবে না। বলা ঠিকও না। আমরা দলের পক্ষ থেকে শুক্রবার প্রতিক্রিয়া জানাবো। তবে সময় নির্ধারণ হয়নি। বিকেল নাগাদ (বৃহস্পতিবার) সময় জানা যাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন