শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোন দিন বিএনপি-জামায়াত জোটের শাসন ফিরে আসবে না- মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৬:৩৫ পিএম

এ দেশে আর কোন দিন বিএনপি-জামায়াত জোটের শাসন ফিরে আসবে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের চক্রান্ত এখনও অব্যাহত আছে, তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই বিএনপি জামায়াতের শাসন আমল দেখেছি। দেশের মানুষ আর তাদের দুঃশাসন দেখতে চায় না।
শনিবার সিরাজগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
তিনি বলেন, যুবলীগের মতো বড় সংগঠনের নেতা হতে হলে বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। ছবি টাঙ্গিয়ে, শ্লোগান দিয়ে যুবলীগের নেতা হওয়া যাবে না।
মোহাম্মদ নাসিম আরো বলেন, কোন ধরণের ষড়যন্ত্র করে লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে শোক প্রস্তাব ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাকিম।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগ করতে হলে, নেতা হওয়ার আগে ভালো সংগঠক হতে হবে, কৌশলী হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার জননেত্রী শেখ হাসিনার শুধুই অর্জন। ১লক্ষ ৫৬হাজার বর্গকিলোমিটারের সমুদ্র জয় করেছেন। ছিটমহলও এখন বাংলাদেশের। দেশ মধ্যম আয়ের পথের দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার এ অর্জন যুবলীগকে ধরে রাখতে হবে। মনে রাখতে হবে যুবলীগ আওয়ামী লীগের সহায়ক শক্তি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকেই সব সময় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এর আগে মোহাম্মদ নাসিম জাতীয় পতাকা এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন- হাসিবুর রহমান স্বপন এমপি, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, তানভির ইমাম এমপি, সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Peyar Ahmed ৮ জুন, ২০২০, ৩:২৮ পিএম says : 0
Hho know about tomorrow only allah subhantala know about tomorrow we are human beings we don't be very proud is better I think (allah is more powerful) don't forget!!!!!!!!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন