শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আর্থ-সামাজিক উন্নয়নের মডেল থাইল্যান্ড : শাহরিয়ার

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : থাইল্যান্ডকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থ-সামাজিক উন্নয়নের একটি মডেল হিসেবে বিবেচনা করে বাংলাদেশ। স্থানীয় সময় গত সোমবার ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে চলমান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপোতে দেয়া বক্তব্যে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এ সময় থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াতে চায় ঢাকা। এজন্য সপ্তম যৌথ কমিশনের বৈঠক আয়োজনের প্রতীক্ষা করছে বাংলাদেশ।
এদিকে, বাংলাদেশ এক্সপোর পাশাপাশি এক প্যানেল আলোচনায় থাইল্যান্ডের শিল্পমন্ত্রী আতচাকা সিবনরুয়ান, বাণিজ্য ও বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশকে তার পর্যটন খাতকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার ব্যাংককে তিন দিনের এই এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন