শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

ছাত্রীকে শ্লীলতাহানী

পাবনা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ১২:০৯ এএম

পাবনার ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের অপসারণের দাবিতে বিক্ষুদ্ধ ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে আসেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান। পাবনার ঈশ্বরদী কুষ্টিয়া সড়কে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলেন, গত ২৫ মে দুপুরে প্রধান শিক্ষক ঐ ছাত্রীকে ডেকে নিয়ে শরীরের ষ্পর্শকাতর স্থানে হাত দেয় এবং অশোভন মন্তব্য করতে থাকে। এই ঘটনা তার সহপাঠীরা দেখে ফেললে প্রধান শিক্ষক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং গা ঢাকা দিয়ে আছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী, অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন