পাবনায় ইরানী ৪ নাগরিককে পুলিশ আটক করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, পাবনার সুজানগর উপজলার চিনা খড়া বাজারের সার ব্যবসায়ী মতিউল ইসলাম। ইরানী ৪ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেন , তাঁরা বাংলাদেশী এক হাজার টাকার নোট ভাঙানোর জন্য খুচরা টাকা নেন কিন্তু টাকা না দিয়ে প্রাইভেট কারে (গাড়ী নম্বর : ঢাকা মেট্রো গ ৩৯৭৪৮৩) করে দ্রুত চলে যান। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশকে ঐ ব্যবসায়ী ছিনতাইকারী ও প্রতারণার সন্দেহে তাদের অভিযোগ করেন। আমিনপুর থানা পুলিশ তাদের গাড়ি ঢাকা যাওয়ার সময় কাশীনাথপুর মোড়ে ব্যারিকেড দিয়ে কারসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমিনপুর থানায় নিয়ে যান । অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম দো-ভাষী এনে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এরা হলেন, সিভিয়াস,মুর্তজা, হোসাইন, ও হামিদ। তারা দোভাষীর মাধ্যমে পুলিশকে জানান, অভিযোগ সঠিক নয়, তারা এই কাজ করেননি। অপরদিকে, সাঁথিয়া উপজেলার কাবিরকোলা গ্রামের গোল্ডলীফ সিগারেট (স্বাস্থ্যের জন্য ক্ষতিকর) কোম্পানীর এস আর রওশন আলী জানান ,এই রকম একটি ইরানী দল তিনদিন আগে বেশী কমিশন দিয়ে ডলার ভাঙিয়ে নেওয়ার কথা বলে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেন। পরে সনাক্ত হয় তাদের দেওয়া ডলারগুলো জাল। আমিনপুর থানার ওসি আরও জানান, এই দল তাদের হাতে আটক দল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেন। ১৫ মে দিবাগত রাতে পুলিশ পাবনার এসবি’র এসপি’র অনুমতি সাপেক্ষে তাঁদের ইরানী দূতাবাসে পাঠিয়ে দেন। ওসি জানান, ঐ চারজন বিদেশী ইরানী নাগরিক ট্যুরিস্ট ভিসায় গত মে মাসে বাংলাদেশে আসেন। ওসি আরও বলেন, যেহেতু বিদেশী নাগরিক তাদের বিষয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ সিদ্ধান্ত নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন