শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আজ নগরকান্দা গণহত্যা দিবস

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : আজ নগরকান্দা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ফরিদপুরের নগরকান্দায় পাক হানাদার বাহিনী ও এ দেশীয় কিছু রাজাকার আলবদরদের সহযোগীতায় মহিলা ও শিশুসহ ৩৮ জন নিরীহ বাঙালীকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। ৭১ এর ২৯ মে উপজেলার চাঁদহাট এলাকায় মুক্তিযোদ্ধাদের ঘাটিতে আক্রমন চালায় পাক সেনারা। তখন মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমন চালালে শুরু হয় সম্মূখ যুদ্ধ। এ সময় দেশীয় অস্ত্র ঢাল সড়কি বল্লভ নিয়ে যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়ায় এলাকার সর্বস্তরের নিরীহ বাঙালী। উপজেলার দিঘোলিয়া বিলের মধ্যে দীর্ঘ দুই ঘন্টাব্যাপী এ যুদ্ধে ২৬ জন পাক সেনাকে হত্যা করতে সক্ষম হয় বীর বাঙালীরা। এই হত্যার প্রতিশোধ নিতে পাক সেনারা পহেলা জুন ফরিদপুর থেকে আরো পাকসেনা নিয়ে উপজেলার কোদালিয়া, ছোটশ্রীবর্দী, বাস্তপুট্টি, কানফরদী, রঘুরদিয়া, বাগাট, ঘোনাপাড়া, পুরাপাড়া, ঈশ্বরদী, ছোটপাইককান্দি, বড়পাইককান্দি, শেখরকান্দিসহ বিভিন্ন গ্রামে প্রবেশ করে বিভিন্ন বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ চালায়। এ সময় কোদালিয়া গ্রামের মিয়া বাড়ির পাশে মহিলা, শিশুসহ ৩৮ জন নিরীহ বাঙালীকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। পরবর্তীতে সেই হত্যাযজ্ঞ স্থানে নির্মিত হয়েছে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ এবং উক্ত স্থানে কোদালিয়া শহীদনগর নামে একটি নতুন ইউনিয়নের নাম করণ করা হয়। সেদিন থেকেই প্রতি বছর নগরকান্দায় পহেলা জুন দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন