উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে নীলফামারীর ডালিয়াস্থ তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার দশমিক ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় এই পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানে ভারী বৃষ্টির কারণে ওপার হতে ঘোলা পানি আসায় তিস্তায় পানি বাড়ছে।
এদিকে তিস্তা নদী ঘেষাঁ নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী এবং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চর এলাকায় নদীর পানি উঠতে শুরু করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় আমরা তিস্তা ব্যারাজের ৪৪টি কপাট খুলে দিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন