মানবতাবিরোধী অপরাধের মামলার কারাবন্দি হাজতী মোজাহার আলী শেখ (৭৩) মারা গেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোজাহার আলী হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ১৩ জুন বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে মোজাহার আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কারারক্ষী কামাল হোসেন বলেন, ১৩ জুন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থতাবোধ করলে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে এসে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। মৃত মোজাহার খুলনার বটিয়াটা উপজেলার বারোরিয়া গ্রামের মৃত দুঃখী মাহমুদ শেখের ছেলে। তার পরিবার খুলনার দাকোপ উপজেলার ঘার খালি এলাকায় বসবাস করে। কারাসূত্র জানা গেছে- মোজাহার আলীর হাজতী (বন্দি ) নং- ১৫৪২১/১৭। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন