শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নিয়মবহির্ভূতভাবে অডিটর পাঠানো কেন বেআইনি নয়

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অর্গানোগ্রাম-বহির্ভূতভাবে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে অডিট করার লক্ষ্যে গঠিত অডিট পার্টিগুলোকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে যোগ্য অডিটরদের দ্বারা কেন মিশন ও অডিট পার্টি গঠন করা হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএএডি), অর্থ সচিব, পররাষ্ট্র সচিব এবং মিশন অডিটের মহাপরিচালকসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে তার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, মো. মনিরুজ্জামান ও ড. খন্দকার মো. মুশফিকুল হুদা। গত ২৫ মে রিটটি দায়ের করেন বাংলাদেশ অডিটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শাহজালাল মিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন