শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জামায়াত নেতার জানাজা ঘিরে চট্টগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৬:৪৮ এএম

চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড ময়দান) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের এমপি (সাতকানিয়া-লোহাগাড়া) আবু রেজা নেজামুদ্দীন নদভীর শ্বশুর মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাজাকে ঘিরে বিক্ষোভ করেছে কলেজ ছাত্রলীগ।

গতকাল (শনিবার) দুপুরে জানাজার প্রস্তুতি শুরু হলে কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের নেতৃত্বে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশি বাধায় ছাত্রলীগ মিছিল নিয়ে প্যারেড ময়দানে ঢুকতে পারেনি।

গত শুক্রবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী। গতকাল জোহরের নামাজের পর প্যারেড ময়দানে জানাজার স্থান নির্ধারণ করেন তার পরিবারের সদস্যরা। জানাজায় জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নিতে প্যারেড ময়দানে জড়ো হলে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ।

ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেরে বাংলা হোস্টেলের সামনে এলে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও উত্তপ্ত বাক্যবিনিময় চলে। এ সময় কয়েকজন আহত হন। ব্যাপক পুলিশি উপস্থিতির কারণে পরিস্থিতি শান্ত হলে জানাজা অনুষ্ঠিত হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর জানাজাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্যারেড ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় জানাজায় আসা জামায়াত-শিবির নেতা-কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটিও হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Tarak ২৩ জুন, ২০১৯, ১:২৩ এএম says : 0
No
Total Reply(0)
Miah Muhammad Adel ২৩ জুন, ২০১৯, ১:৪৬ এএম says : 0
AL and SL leaders are responsible for these incidences as vouched by this piece of Hadiths: Abdullah ibn Umar reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said, “Every one of you is a shepherd and is responsible for his flock. The leader of people is a guardian and is responsible for his subjects. A man is the guardian of his family and he is responsible for them. A woman is the guardian of her husband’s home and his children and she is responsible for them. The servant of a man is a guardian of the property of his master and he is responsible for it. No doubt, every one of you is a shepherd and is responsible for his flock.” Source: Ṣaḥīḥ al-Bukhārī 6719, Ṣaḥīḥ Muslim 1829 Grade: Muttafaqun Alayhi (authenticity agreed upon) according to Al-Bukhari and Muslim
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন