শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৮ হাজার ইয়াবাসহ পুলিশের এসআইকে আটক করেছে ডিবি পুলিশ

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৮:০৪ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার এসআই হেলালকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম পীরগঞ্জ থানার এসআই হেলালের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার ইয়াবাসহ হেলাল ও তার সোর্স থানার সুইপার মানিককে আটক করেছে।
এ ঘটনার পর রাণীশংকৈল ও পীরগঞ্জ জোনের সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ডিবির ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে তার বাসা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ তার সহযোগী মানিককে আটক করি। আমাদের অভিযান এখনো চলেছে। আরো মাদক উদ্ধার হতে পারে বলে জানান ঠাকুরগাঁও ডিবির ওসি।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রহমান জানান, এটি থানার জন্য একটি নিন্দনীয় বিষয়। ওই এসআইয়ের সাথে আর কেউ জড়িত আছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MAHMUD ২৩ জুন, ২০১৯, ১০:০৫ পিএম says : 0
Very good news. SARISAR MODDOY VUTH.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন