শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চুনারুঘাটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

হবিগঞ্জের চুনারুঘাটে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার গিলানী চা বাগানের নৈশ প্রহরী অমর তন্তবায় খুন হয়। খুনের পর অমর তন্তবায়ের স্ত্রী পুষ্পা তন্তবায় উপজেলার হলহলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুল আউয়ালকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। রোববার রাত আনুমানিক ২টার দিকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আশরাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিলানী চা বাগান এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আউয়ালকে গ্রেফতার করে। এ বিষয়ে ওসি (তদন্ত) বলেন, ধারণা করা হচ্ছে পরকীয়ার বলি হয়ে অমর খুন হয়েছে। অমরের শালকের স্ত্রী মালতীর সাথে আব্দুল আউয়ালের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি অমর জানত এবং এ নিয়ে আব্দুল আউয়ালের সাথে অমরের বেশ কয়েকদিন কথা কাটাকাটি হয়েছে। ধারণা করা হচ্ছে, এরই সূত্র ধরে আব্দুল আউয়াল অমরকে খুন করেছে। তদন্তে আরো অনেক কিছু বেরিয়ে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন