রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ওজোপাডিকোর এমডি প্রশ্নবাণে জর্জরিত

খুলনায় প্রি-প্রেইড মিটার বন্ধের আন্দোলন

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বিদ্যুতের প্রি-প্রেইড মিটার বন্ধের দাবিতে খুলনায় চলমান আন্দোলনের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে বিদ্যুতের প্রি-প্রেইড মিটার স্থাপনের বিষয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মুখোমুখি হন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। সাংবাদিকদের একাধিক প্রশ্নবানে জর্জরিত হলেও কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি তিনি। এমনকি তিনি তার ব্যক্তিগত অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবও এড়িয়ে যান।

এক পর্যায়ে এমডি নিজে এড়িয়ে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত প্রি পেমেন্ট মিটার প্রকল্প পরিচালক মো. শহীদুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলামকে বলেন।

দীর্ঘ দুই ঘণ্টার সংবাদ সম্মেলনে ওজোপাডিকোর এমডি ও প্রকল্প পরিচালক এবং প্রকৌশলী সাংবাদিকদের প্রশ্নের মোকাবিলা করতে না পেরে এক পর্যায়ে এমডি বিদ্যুতের প্রি-প্রেইড মিটার সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য গ্রাহকদের কাছে ছয় মাস সময় চান।

স¤প্রতি খুলনার কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রি-পেইড মিটার সম্পর্কে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত বিদ্যুতের মূল্যহার (ট্যারিফ রেট) ও চার্জ (ডিমান্ড চার্জ, ভ্যাট) মোতাবেক প্রি-পেইড মিটার থেকে টাকা কর্তন করা হয়। যা পূর্বের পোস্ট পেইড/ডিজিটাল মিটারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এছাড়া অতিরিক্ত কোনো চার্জ কর্তন করার সুযোগ নাই।

সংবাদ সম্মেলনে ওজোপাডিকোর এমডি প্রি-পেমেন্ট মিটার স্থাপনের ফলে গ্রাহকরা যেসব সুবিধাদি পাচ্ছেন তার বেশ কিছু বর্ণনা তুলে ধরে বলেন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার শটসার্কিট জনিত দুর্ঘটনা রোধ করে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার নিরাপদ করে। স্মাট প্রি-পেমেন্ট মিটারিং পদ্ধতিতে ভেন্ডিং স্টেশন এবং মোবাইল ভেন্ডিংয়ের মাধ্যমে বিল পরিশোধ সহজ সাধ্য যা এনালগ/ডিজিটাল মিটার পদ্ধতির মিটার রিডিং সংক্রান্ত যাবতীয় ঝামেলা থেকে মুক্ত। ব্যবহারকারী পরিবারের বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাওয়া যায় বা যেকোনো গ্রাহক বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পারে।

উল্লেখ্য, খুলনায় প্রিপেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠিত করা হয়। এ কমিটি ওজোপাডিকোর দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রায় এক মাস ধরে ঐক্যবদ্ধ আন্দোলন করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন