দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় পাল্টাপাল্টি সেøাগানে চরম বিশৃঙ্খলা করে ছাত্রলীগ। গতকাল বুধবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সভায় প্রধান অতিথি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু অনুষ্ঠানে হাজির হতেই দুই পক্ষ পাল্টাপাল্টি সেøাগান শুরু করে। এক পক্ষ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে অন্যপক্ষ জেলা সভাপতি মোছলেম উদ্দিন আহমদের নামে সেøাগান চলে টানা প্রায় ২০ মিনিট। তাদের থামাতে ব্যর্থ হয়ে অনুষ্ঠানে সঞ্চালক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুষ্ঠান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার হুমকি দেন। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন