স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৩ জুন পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। গতকাল (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িহঁ.বফঁ.নফ/সভ ও িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।
আলহাজ্জ আশরাফ উদ্দীন মিয়ার ১০ম মৃত্যু বার্ষিকী আজ
লৌহজং থানার কলমা নিবাসী মরহুম আলহাজ্জ আশরাফ উদ্দীন মিয়ার ১০ম মৃত্যু বার্ষিকী। তিনি কলিকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র এবং সরকারী কর্মকর্তা ছিলেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার) স্থানীয় মসজিদে তার গ্রামের বাড়ী লৌহজং থানার কলমা গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুকালে চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে যান। বড় ছেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ.কে.এম মাহতাব উদ্দীন সম্প্রতি ইন্তেকাল করেন। মেজো ছেলে এ.কে.এম মহসীন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি। তৃতীয় ছেলে ডা. এ কে.এম জসিম উদ্দিন ও চতুর্থ ছেলে এ.কে.এম নাসির উদ্দিন।
আত্মীয় স্বজন সহ মরহুমের সহকর্মী ও শুভাকাঙ্খীদের দোয়া মাহফিলে অংশ গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন