চট্টগ্রাম ব্যুরো : অপরিশোধিত তরল বর্জ্য কর্ণফুলী নদীতে ফেলায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কাগজ কারখানা ‘টি কে কেমিক্যাল কমপ্লেক্স’কে ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক (কারিগরী) মো. বদরুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের এনফোর্সমেন্ট দল গত ৪ এপ্রিল বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর এলাকার ‘টি কে কেমিক্যাল কমপ্লেক্স’ নামের ওই কারখানা পরিদর্শন করে।
এসময় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই কাগজ তৈরির প্রমাণ পাওয়া যায়।
কারখানা কর্তৃপক্ষকে নোটিস দেওয়ার পর এ বিষয়ে গত মঙ্গলবার শুনানি হয়। বদরুল হুদা বলেন, মূলত কারখানাটিতে ইটিপি থাকলেও সেটি বন্ধ ছিল। ফলে কারখানার উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত পানি পরিশোধন ছাড়াই নালার মাধ্যমে সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন