গত সপ্তাহে ভারতের ঝাড়খন্ড রাজ্যে একদল হিন্দু চোর সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার বিরুদ্ধে গত বুধবার ভারতের বেশ কয়েকটি শহরে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ব্যবহৃত সেলফোন ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়স্ক তাবরেজ আনসারিকে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। তিনি ক্ষমা চাইছেন। কিছু লোক তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং জয় শ্রীরাম, জয় হনুমান বলতে তাকে বাধ্য করছে। তার স্ত্রী শায়েস্তা আনসারি জানান, সারা রাত তাকে খুঁটির সাথে বেঁধে পেটানো হয়। পরে জনতা তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। চারদিন পর আনসারি আঘাত জনিত কারণে মারা যান। শায়েস্তা আনসারি এনডিটিভি চ্যানেলকে বলেন, সে মুসলমান বলেই তাকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন আমার আর কেউ নেই। আমি কিভাবে বাঁচব? রাজধানী নয়াদিল্লিতে কয়েক ডজন মানুষ আনসারির হত্যার বিচারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এক সমাবেশে মিলিত হন। পশ্চিমাঞ্চলে গুজরাট ও পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ধর্মের নামে আর কাউকে পিটিয়ে হত্যা নয় লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন। আরো ৫০টি শহরের প্রতিবাদ বিক্ষোভের পরিকল্পনা করা হয়। কিন্তু তার কতগুলো অনুষ্ঠিত হয়েছে তা জানা যায়নি। ওই হত্যাকান্ডের ঘটনায় ক্রমবর্ধমান ক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বুধবার ভারতের রাজ্যসভায় এ ব্যাপারে তার প্রথম মন্তব্যে বলেন, তিনি এটা শুনে দুঃখিত হয়েছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোর শাস্তির আহŸান জানান। ২০১৪ সালে মোদি ও বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষজনিত অপরাধ বৃদ্ধি পেয়েছে। তখন থেকে হিন্দু উগ্রপন্থী জনতা গো-হত্যার সন্দেহে মুসলমানদের উপর হামলা বা তাদের পিটিয়ে হত্যা করছে। তাবরেজ আনসারিকে হত্যার দু’দিন পর পশ্চিমবঙ্গের কলকাতায় ট্রেনে একজন মাদরাসা শিক্ষককে কিছু হিন্দু লোক আক্রমণ করে। তারা তাকে জয় শ্রীরাম বলতে জোর করে। কিন্তু তিনি তা না করায় তাকে ট্রেন থেকে ফেলে দেয়া হয়। আনসারি হত্যার ঘটনায় বহু লোক সামাজিক মাধ্যমে ঝাড়খন্ডের বিজেপি নেতৃত্বাধীন সরকারের নিন্দা করেছে। নাগরিক সমাজ গ্রæপগুলো গত ৩ বছরের ১৩ সংখ্যালঘুকে, যাদের বেশির ভাগ মুসলিম, পিটিয়ে হত্যার ঘটনা রেকর্ড করেছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন