বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জড়িতরা যে দলেরই হোক কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ৩:৩৪ পিএম

রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, জড়িতরা যে দলেরই হোক, তাদের গ্রেপ্তার করা হবে। আমাদের পুলিশ ও গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। বাকি যে কয়েকজন আছে তারা অচিরেই ধরা পড়বে নিশ্চিত থাকেন।

আজ শুক্রবার পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখন পর্যন্ত আমরা হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জনকে শনাক্ত করেছি। তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।

তিনি আরো বলেন, ফেনীর মাদ্রাসার ছাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বলেছিলাম আমরা কাউকে ছাড় দেব না। সেখানে আমাদের দলের সঙ্গে সম্পৃক্তদেরকেও আমরা ছাড় দেইনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MAHMUD ২৮ জুন, ২০১৯, ৭:১৭ পিএম says : 0
May god bless you.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন