মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সকল থানা থেকে রাজাকারদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। খুব তাড়াতাড়ি অবিকৃত অবস্থায় এই তালিকা প্রকাশ করা হবে।
গতকাল শুক্রবার পাবনার আটঘরিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১২ হাজার টাকা বাজেটে প্রস্তাব করা হলেও তা বাড়বে এবং উৎসবগুলোতে বিশেষ বোনাস প্রদান করা হবে।
মন্ত্রী আরও বলেন, আদালতের মাধ্যমে যে সব যুদ্ধাপরাধীর মৃত্যুদÐ কার্যকর হয়েছে, তারা দেশের প্রচলিত আইনে অপরাধী প্রমানিত হয়েছে। আদালতের রায়ের বিরোধিতা করে যারা যুদ্ধাপরাধীদের নির্দোষ দাবি করে তারা দেশের সংবিধানকে অস্বীকার করে। সরকার এদের ব্যাপারে সজাগ রয়েছে। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। সারা দেশে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করা হবে।
পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাটকো সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন