বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদকের গ্রাস থেকে যুবসমাজ রক্ষা করতে হবে

যুবসেনার সম্মেলনে এম এ মতিন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন সর্বনাশা মাদকের গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, মাদকের কারণে যুবসমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।

নিত্যদিন অপ্রীতিকর ঘটনা ঘটছে। মাদক চালানের রুটগুলো সরকার দলীয় নেতা-পাতি নেতারা নিয়ন্ত্রণ করছে। শুধু মাদক পরিবহনকারি ও চুনোপুটিদের গ্রেফতার করলে হবে না। মাদক কারবারে জড়িত রাঘববোয়ালদের আইনের আওতায় আনতে হবে।

গতকাল শনিবার বাংলাদেশ ইসলামী যুবসেনার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তর আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগর উত্তর যুবসেনা সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী, মুহাম্মদ বদরুল হুদা তারেক, নগর দক্ষিণ যুবসেনা সভাপতি নাজিম উদ্দিন, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, নগর উত্তরের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন