মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ৮:৩৬ পিএম

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল সীমান্তের আমড়াখালী চেকপোষ্ট থেকে রোববার বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, ওয়ান পিস, টু পিস, চাদর, ঘাসের বীজ, ছাতাসহ ০১টি কাভার্ড ভ্যান আটক করেছে। যার মুল্য ৬৭,৫৩,৯০০/- (সাতষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার নয়শত) টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি দৈনিক ইনকিলাবকে রোববার সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে¡ একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান আমড়াখালী চেকপোষ্টের সামনে বেনাপোল হতে ঢাকাগামী অগ্রনী কুরিয়ার সার্ভিস এন্ড পার্সেল এর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-ট-১১-৪২৬৬) তল্লাশী করে ৪শ’২৫ কেজি থান কাপড়, ৪শ’ টি ছাতা, ২শ’ পিস চাদর, ৪৮ টি টু পিস, ৫৮ টি ওয়ান পিস ও ১২হাজার ৪শ’৫০ কেজি ঘাসের বীজ আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন