রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে প্রচারণায় বাধা মারধর, অগ্নিসংযোগ ও হুমকি

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে উক্ত ইউনিয়নে বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের মারধর, পোস্টার-নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেয়া অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় নোয়াখালী প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল্যাহ্ আল-ফারুক। লিখিত বক্তব্যে প্রার্থী অভিযোগ করেন যে, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন বাবলুর সমর্থকরা নির্বাচনী প্রচারে বাঁধা, মাইক ভাঙচুর, নির্বাচনী পোস্টার ছিড়ে ও অফিসে অগ্নিসংযোগ, তার সমর্থকদের মারধর, সাধারণ ভোটারদের ভয়ভীতি, হুমকি প্রদর্শন, এলাকায় বহিরাগত স্বশস্ত্র সন্ত্রাসী মহড়া, তাকে (প্রার্থী) সরাসরি হুমকিসহ নানা নির্বাচনী বিধি লঙ্ঘণ করে আসছে।
তিনি আরো বলেন, গত ২২ মে আ. লীগ প্রার্থী গোলাম হোসেন বাবলুর উপস্থিতি তার সমর্থকরা দফায় দফায় বিএনপির সমর্থকদের মারধর করে। ২৩ মে প্রতিপক্ষের লোকজন মোটর সাইকেলযোগে দিনমনি বাজার, কিল্লারহাট, ওয়াপদারপুল, বদরশাহ্ মসজিদ, মুকিয়া মাদরাসা এলাকায় বিএনপি প্রার্থীর পোস্টারে অগ্নিসংযোগ করে। ২৪ মে বক্তারপুর ইতালি মার্কেট সড়কে ধানের শীষ প্রতীকের প্রচাণায় বাধা, কর্মী-সমর্থকদের মারধর, প্রচার মাইক বহনকারী সিএনজি ও মাইক ভাঙচুর করে। ২৯ মে বিএনপি প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল আ.লীগ সমর্থিতরা নিয়ে যায়। ৩১ মে অলিপুরস্থ ঢলার মার্কেটে বিএনপির প্রার্থীর নির্বাচনী অফিসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন