সখীপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা: সখীপুরে গাভী বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাভীসহ কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বেড়বাড়ী গ্রামে ওই কৃষকের বাড়ির পাশে।
নিহত কৃষকের নাম ফালু মিয়া (৬৫)। তার বাবার নাম মৃত দরবেশ আলী। জানা যায়, গাভীর মালিক ফালু মিয়া গতকাল সকালে ইরি ধান কাটা ফসলি জমিতে গাভী চড়ান। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে ক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের তারে গাভীটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ফালু মিয়া দেখে দৌড়ে গাভীটিকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গাভীসহ তার মৃত্যু হয়। সখীপুর থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন