স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির ৪১ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল তিনি প্রথম পর্যায়ে ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করেন। এর মধ্যে গত ১৪ মে অনুষ্ঠিত পার্টির জাতীয় কাউন্সিলে ঘোষিত পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম পার্টি প্রেসিডিয়ামে যথাক্রমে ১, ২ ও ৩ নম্বরে থাকবে।
প্রেসিডিয়ামের অপর সদস্যরা হলেন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, মোঃ আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান, অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, ফকরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, একেএম মাঈদুল ইসলাম এমপি, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, মি. সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ আজম খান, এ. টি. ইউ. তাজ রহমান, অ্যাডঃ মহসিন রশীদ, মশিউর রহমান রাঙ্গা এমপি, আলহাজ তাজুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, আলহাজ আতিকুর রহমান, নাসরিন জাহান রতনা এমপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন