সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পেনশনারদের অনলাইনের কাজ সহজ হোক

চিঠিপত্র

লিয়াকত হোসেন খোকন | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

পেনশনারদের পেনশন অনলাইনে চালু হওয়ার প্রাক্কালে অযথা দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ পেনশনভোগীদের তাদের পেনশন বই নিয়ে যেতে হবে ঢাকার সেগুনবাগিচার নিজ নিজ হিসাবরক্ষণ অফিসে। মিরপুর, পল্লবী, গাবতলী থেকে সেগুনবাগিচা যাওয়া আজকাল যে কোনো বৃদ্ধের পক্ষে রীতিমতো কষ্টকর। কিন্তু যিনি যে ব্যাংক থেকে পেনশন তুলছেন, তার অনলাইনের যাবতীয় কাজ ওই ব্যাংক থেকে সম্পন্ন করে দেওয়া হলে পেনশনভোগীদের সমস্যা আর বাড়বে না। পেনশনারকে আবার হিসারক্ষণ কার্যালয়ে যাওয়া-আসা করা ও ধরনা দিতেও হবে না। হিসাবরক্ষণ অফিসে যাওয়া-আসা এ যেন আরেক ভোগান্তিতে ফেলানো হলো বৃদ্ধ পেনশনভোগীদের। পেনশন নেয় মানুষ শেষ বয়সে। আর এই শেষ বয়সে পেনশন বই নিয়ে হিসাবরক্ষণ অফিসে যাওয়া-আসা আর ছোটাছুটি করা মানেই পেনশনভোগীদের রীতিমতো কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। সংশ্নিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখুন।
, ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন