নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শেখকান্দী গ্রামে স্ত্রী মুকতাজাকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাচ্চু মিয়া (৫০) ।
মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দী গ্রামের মুদি ব্যসায়ী বাচ্চু মিয়া পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকেলে তার স্ত্রী মুকতাজাকে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি নিজে ঘরের আড়াইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন