শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রূপগঞ্জে ট্রাফিক পুলিশকে মারধর ট্রাকচালক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যানজট নিরসনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবলকে মারধর ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মাহফুজ (২৮) নামের এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ট্রাক চালক মাহফুজ বরপা পশ্চিমপাড়া এলাকার সাইজুদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় একটি ট্রাক সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ট্রাফিক পুলিশের কনস্টেবল ফয়সাল আহাম্মেদ ট্রাকটি সরিয়ে নিয়ে যেতে বলেন চালক মাহফুজকে। মাহফুজ ট্রাক না সরিয়ে ফয়সালকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাদের দুই জনের মাঝে বাকবিতন্ডা হয়। পরে পুলিশের কনস্টেবল ফয়সালকে মারধর করে ট্রাক চালক মাহফুজ।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ট্রাক চালক মাহফুজকে গ্রেফতার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন