বরিশাল ব্যুরো : বরিশালে মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলার চার্জশিটভুক্ত ৬ বছরের এক শিশু আসামীর বয়স নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন আদালত। অভিভাবকরা শিশুটির বয়স ৬ বছর দাবি করলেও পুলিশের চার্জশিটে আসামী সাকিবের বয়স ২২ বছর উল্লেখ রয়েছে। মামলার এজাহারেও বাদী পক্ষ একই বয়স উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার মামলার নির্ধারিত তারিখে অন্য আসামীদের সঙ্গে সাকিবও আদালতের কাঠগোড়ায় দাঁড়ায়। মুখের অবয়ব ও শারীরিক গঠন অনুযায়ী তার আনুমানিক বয়স এবং পুলিশের তদন্ত প্রতিবেদনে বয়সের সঙ্গে অমিল থাকায় বিভ্রান্তিতে পড়েন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুতোষ চন্দ্র বালা। তিনি সাকিবের প্রকৃত বয়স নির্ধারণের জন্য মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়ে সাকিবের জামিন মঞ্জুর করেছেন। চরকালেখা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত ঘটনায় দুপক্ষের মারামারির জের ধরে একটি মামলায় শিশু সাকিব সহ ৮ জনকে আসামী করে গত ১০ জানুয়ারী মামলা দায়ের করে প্রতিপক্ষ গ্রুপ। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত ব্যুরো-পিআইবি’র সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান তালুকদার তদন্ত করে গত ২৭ মার্চ আদালতে চার্জশিট জমা দেন। এর আগে সাকিবসহ ৬ আসামী আদালত থেকে জামিন নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন