স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত বাজেটে ধর্মীয় বৈষম্য করা হয়েছে। এ প্রস্তাবিত বাজেটে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য অতিরিক্ত দুশো কোটি টাকার বাজেট বরাদ্দ রেখে ধর্মনিরপেক্ষ চেতনার মূলে কুঠারাঘাত করা হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিশেষ প্রাধান্য দিয়ে সাম্প্রদায়িকতার চর্চা করা হয়েছে। এমন একটি সাম্প্রদায়িক বিষয়ে সংসদে কিভাবে আলোচিত হলো তা বোধগম্য নয়। কীভাবে অর্থমন্ত্রী এমন বরাদ্দ পেশ করতে পারলেন তা আমাদের বিস্ময়কে পরাভূত করেছে। নেতৃবৃন্দ বলেন, দেশের ৯৫ ভাগ জনগোষ্ঠী মুসলমান। দেশে পাঁচ লাখেরও বেশি মসজিদ রয়েছে। যেগুলো বাঁশের বেড়া বা টিনের তৈরি। আর ইসলামী ফতোয়া মোতাবেক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে যে ছওয়াব খাগড়াছড়ির বাঁশের বেড়ার মসজিদেরও একই ছওয়াব। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে সব মসজিদেই সমান গুরুত্বপূর্ণ। কাজেই শুধূ বায়তুল মোকাররম মসজিদেই বরাদ্দ করলে হবেনা দেশের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ, এতিমখানা ও মক্তবের জন্যও বরাদ্দ থাকতে হবে। যেমনি দেখা গেছে সরকারি বরাদ্দ মন্দির ও তীর্থস্থানের জন্য। অতীতেও দেখা গেছে আনুপাতিক হারে অর্থাৎ ৯৫ ভাগ জনগোষ্ঠী মুসলমানের জন্য ইসলামী অনুসঙ্গের জন্য যে বরাদ্দ পায় আনুপাতিক হারে ২ জনেরও কম হিন্দু তার চেয়ে অনেক বেশি বরাদ্দ পায়। অর্থাৎ আগে থেকেই মুসলমানদের প্রতি বৈষম্য করা হচ্ছে। এবারের বাজেটে নগ্নভাবে হিন্দুদেরকে বিশেষ তোষণ করা হয়েছে। যা ৭২ এর সংবিধানের মূল চেতনা ধর্মনিরপেক্ষতার খেলাপ। যার দ্বারা মুসলমানদের ধর্মীয়ভাবে বিশেষ বৈষম্য করা হলো। যা আওয়ামী লীগের গঠনতন্ত্র অসাম্প্রদায়িক চেতনার মূলে কুঠারাঘাত করা হয়েছে। এজন্য সরকারের উচিত, মুসলমানদের সব মসজিদের অবকাঠামোও উন্নয়ন করা। মসজিদের বিদ্যুৎ বিল পানির বিল মওকুফ করা এবং আনুসঙ্গিক ধর্মীয় ব্যয় নির্বাহ করা ।
বিবৃতি দিয়েছেন, পীরজাদা পীর, বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান বিপ্লবী জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারি, (পীর সাহেব, টাঙ্গাইল), সভাপতি- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। আলহাজ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সাধারণ সম্পাদক- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, আলহাজ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সভাপতি- কার্যকরী সভাপতি, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। আলহাজ মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী। মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরীসহ অন্য নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন