আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার সুসম্পর্ক রক্ষা ও উন্নয়নে কাজ করার আহবান জানিয়ে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, দেশ ও প্রবাসীদের উন্নয়নে আমিরাতে প্রবাসী সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখছেন তা খুবই প্রশংসনীয়। তাই আগামীতেও সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এভাবে অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও দেশের ভাবমূর্তি উজ্জলে কাজ করার আহবান জানান। গত বৃহস্পতিবার রাতে ৭১ টিভির ৭ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আরব আমিরাত দর্শক ফোরামের উদ্যোগে শারজাহ ম্যাম রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে ও তিশা সেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব আইয়ুব আলী বাবুল, সিআইপি শেখ ফরিদ আহমেদ, আবদুল আলীম, প্রকৌশলী এম এ মোরশেদ, ক্যাপ্টেন (অব:) গুলশান আরা, কাজী মোহাম্মদ আলী, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’র সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, হাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ আকতার হোসেন সিআইপি, হাবিবুর রহমান চুন্নু, হাজী আবদুর রব, আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে ৭১ টিভির ৭ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৭ জন রত্নগর্ভা মাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন