১৫ দিনের মধ্যে খুলনা-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল শুরু না হলে সকল প্রকার যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১২টায় খুলনা-বাগেরহাট আন্ত:জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে পিরোজপুর খুলনা আন্ত:জেলা বাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান ও বাগেরহাট আন্ত:জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার বলেন, বরিশাল ও ঝালকাঠি পরিবহন মালিক সমিতির দ্বন্দের জেরে ২১ দিন ধরে খুলনা থেকে বরিশাল সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি ৫০টি বাসের দুই শতাধিক শ্রমিক ও চালক বেকার হয়ে পড়েছে। মালিকরাও ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। এ অবস্থায় যাত্রী ভোগান্তি কমাতে ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে খুলনা থেকে বরিশাল সরাসরি বাস চালুর জণ্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্ত:জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, পিরোজপুর খুলনা আন্ত:জেলা বাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান, রুপসা-বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী, সাধারণ সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন