শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সান্তাহারে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের প্রতিরোধ করতে রেলের পক্ষথেকে লিফলেট বিতরন

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ৪:৪৭ পিএম

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমনের লক্ষে চলন্ত ট্রনে পাথর নিক্ষেপকে না বলুন এই স্লোগানকে সামনে রেখে জনগনকে সচেতন করতে রেলওয়ের পক্ষথেকে লিফলেট বিতরন করা হয়।
রবিবার বিকেলে সান্তাহার জংশন ষ্টেশনে এই লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরনকালে লালমনিরহাট রেল বিভাগের ডি আর,এম, মোঃ শফিকুর রহমান বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা একটি ঘৃন্য অপরাধমুলক কাজ। ওইসব অপরাধীদের নিক্ষেপ করা পাথরের আঘাতে ট্রেনের ক্ষয়ক্ষতির পাশাপাশি রেল কর্মকর্তা-কর্মচারীসহ অনেক যাত্রী ইতিমধ্যে নিহত হয়েছেন। এরজন্য রেল কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্নি। পাথর নিক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমার আপনার এবং সকলের দায়িত্ব। সকলের প্রতি পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমনে সহযোগীতা কার আহবান জানান। এসময় অন্যন্যের মধ্যে লামনিরহাটের ডি টি এস শওকত জামিল মহসী, স্থানীয় ষ্টেশন মাষ্টার রেজাউল ইসলাম ডালিম, স্থানীয় শ্রমিক লীগের সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক আঃ মান্নান, শামীম হাসান শহীন, হেড টিসি ইসতিয়াক করিম ইমুন, আহমেদ রেজা শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন