বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে আজ সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন পবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ।
কর্মসূচির শুরুতে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে (প্রতিকৃতিতে) পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিশ^বিদ্যালয়ের পবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ ও প্রোভিসি প্রফেসর মোহাম্মদ আলী ।
#
মো: জাকির হোসেন
পটুয়াখালী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন