কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বেশ কয়েকটি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে আদালতের নির্দেশে ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা থাকলেও উচ্চ আদালত থেকে দ্বিন টিম্বার অ্যান্ড স’মিলের মালিক স্থগিতাদেশ নিয়ে আসায় তারা স্থাপনাটি উচ্ছেদ করা হয়নি। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ সালেহীন, মাহবুব জামিল ও শামীম বানু শান্তি। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর বন্দর পরিচালক মো. শফিকুল হক, অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক সাইফুল হক খান, ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মঞ্জুরুল হাসান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন