প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। গত রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে গতকাল রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায় আইনমন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর অনুপস্থিতিকালীন অর্থাৎ আগামী ১৪ হতে ১৯ জুলাই অথবা তাঁর বিদেশ যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন