শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত গভীর রাতে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে ওই যুবকের নাম দুলাল উদ্দীন (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ ঝড়ুটোলা গ্রামের শফিকুল ইসলামে ছেলে।

বিজিনি ও স্থানীয়রা জানান, কিরনগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান কয়েকজন বাংলাদেশি। এ সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার সুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান একজন। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি হচ্ছেন দুলাল উদ্দীন।

তবে ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান জানান, হত্যাকাণ্ড নিয়ে দুপুরে সীমান্তে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ।

এ সময় বিএসএফের পক্ষ থেকে জানানো হয় কাটাতারের বেড়া কাটার সময় গুলিতে একজন মারা গেছেন। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি অধিনায়ক আরো বলেন, দুলালের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বিএসএফকে দেয়া হয়েছে। তারা লাশ সঙ্গে ছবি মিলিয়ে দেখে কাল নিশ্চিত করবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত গভীর রাতে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে ওই যুবকের নাম দুলাল উদ্দীন (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ ঝড়ুটোলা গ্রামের শফিকুল ইসলামে ছেলে।

বিজিনি ও স্থানীয়রা জানান, কিরনগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান কয়েকজন বাংলাদেশি। এ সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার সুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান একজন। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি হচ্ছেন দুলাল উদ্দীন।

তবে ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান জানান, হত্যাকাণ্ড নিয়ে দুপুরে সীমান্তে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ।

এ সময় বিএসএফের পক্ষ থেকে জানানো হয় কাটাতারের বেড়া কাটার সময় গুলিতে একজন মারা গেছেন। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি অধিনায়ক আরো বলেন, দুলালের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বিএসএফকে দেয়া হয়েছে। তারা লাশ সঙ্গে ছবি মিলিয়ে দেখে কাল নিশ্চিত করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন