ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ইকবাল হোসেন নামে বিএনপির এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সকালে ভোট শুরুর পরপরই মতিগঞ্জ এলাকায় ইকবালের বাড়িতে গিয়ে তাকে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামানের লোকজন গুলি করেছে বলে জানা গেছে। গুলিবিদ্ধ ইকবাল হোসেন ওই ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী দোলনের সমর্থক। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন