শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুরের শ্রীবরদীতে ৪ টি ভোটকেন্দ্রে সংঘর্ষ ॥ আহত ১৭, অর্ধশতাধিক রাউন্ড গুলি ॥ ৩ জনকে জরিমানা

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে ৪ টি ইউনিয়নে ষষ্ঠ ও শেষ দফায় ভোটগ্রহণ আজ ৪ জুন শনিবার সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি কেন্দ্রে কেন্দ্র দখলের চেষ্টা ও জালভোট দেয়ার অভিযোগে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশেষ করে রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়. গোসাইপুর ইউনিয়নের গড়গড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভেলুয়া ইউনিয়নের চরহাবর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চাংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সঘর্ষের সময় পুলিশ নিয়ন্ত্রনে আনতে অর্ধশতাধিক গুলি ছোঁড়ে। এসময় আহত হন অন্তত ১৭ জন।
অপরদিকে চকবন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে এক মেম্বার প্রার্থীর স্ত্রীসহ ৩জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন