শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

টেন্ডার জালিয়াতকে পুলিশে দিলো ডিএনসিসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

মশার ওষুধ ছিটানোর ফগার মেশিন কেনার টেন্ডারে ভুয়া কাগজপত্র জমা দেয়ায় শরফুদ্দিন টিপু নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে গুলশান থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন সাংবাদিকদের জানান, টিপুর বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। টিপু মেসার্স ডাজবেল ইম্পেকস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলামের নামে দরপত্র দাখিল করে।

গত ৩০ মে টেন্ডার খোলার পর তার কাগজপত্র নিয়ে সন্দেহ হলে যাচাই করতে পাঠানো হয়। যাচাইয়ে ভুয়া প্রমাণিত হওয়ায় জাহিদুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিনি এ বিষয়ে কিছুই জানতেন না বলে ডিএনসিসিকে জানান। টিপু নিজে জাহিদুল সেজে টেন্ডারে অংশ নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন