ফুট ওভারব্রিজগুলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পথেঘাটে এভাবেই প্রতিনিয়ত সর্বস্ব হারাচ্ছেন অসহায় পথচারীরা। আরেকটি অন্যতম সমস্যা নারীরা ফুট ওভারব্রিজগুলোতে যৌন হয়রানির শিকার হন। ফুট ওভারব্রিজগুলোতে অবস্থানকারী ভাসমান মানুষ ও হকার। প্রথমেই তাদের শনাক্ত করা যায় না। কিন্তু এদের বেশিরভাগই নানা মাদকদ্রব্যে অভ্যস্ত। ফলে মাদকের টাকা জোগাড়ের জন্য তাদের লক্ষ্যই থাকে পথচারী। তাই ফুট ওভারব্রিজ থেকে অবৈধ হকার, ভাসমান ও ছিন্নমূল মানুষ এবং মাদকসেবীদের অপসারণ করা জরুরি। ফুট ওভারব্রিজে পথচারী নিরাপত্তায় পর্যাপ্ত আলো কিংবা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা উচিত।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন