শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গভীর রাতে ৪৩ হজযাত্রীকে নিয়ে উড়ল বিমান

দুর্যোগপূর্ণ আবহাওয়া

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজশাহীর হযরত শাহমখদুম (রহ:) বিমান বন্দরে আটকে পড়া ৪৩ জন হজ যাত্রীকে গভীর রাতে বিমানে করে ঢাকা নিয়ো যাওয়া হলো। গতকাল বৃহস্পতিবারই ঢাকা থেকে রাজশাহীর ৪৩ হজযাত্রীর সউদী আরব যাওয়ার কথা। গতকাল বুধবার বিকেলেই তারা রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা যাবেন। কিন্তু রাজশাহী এসেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজশাহীতে নামতে পারেনি বিমানটি।

ফলে হজযাত্রীরা আটকা পড়েন রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে। সেখানে বসে তারা বিমানের জন্য অপেক্ষা করতে থাকেন। অবশেষে গভীর রাতে ঢাকা থেকে বিমান এসে তাদের নিয়ে যায়।

হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানটি রাজশাহীতে নামার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি রাজশাহী এসেও নামতে পারেননি। কিন্তু পরদিনই তাদের সউদী আরব যাওয়ার কথা। তাই আবহাওয়ার কিছুটা উন্নতি হলে রাত পৌনে ১২টার দিকে আবার বিমান আসে। এ সময়ও আবহাওয়া পুরোপুরি অনুক‚লে ছিল না।
তবে শেষ পর্যন্ত বুধবার দিবাগত রাত ১২টার দিকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন