বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অল্পের জন্য রক্ষা পেল চার শতাধিক যাত্রী

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দুই ফেরির সংঘর্ষ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

পদ্মায় তীব্র ¯্রােতে নিয়ন্ত্রণ হারিয়ে শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ফেরির তলানীতে ছিদ্র হয়ে পানি ঢুকে প্রায় ডোবার উপক্রম হলেও অল্পের জন্য বড় কোন দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ৪ শতাধিক যাত্রী।

বিআইডবিøউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম চলমান থাকায় পদ্মায় ¯্রােতের গতিবেগ বাড়ছে। ¯্রােতের গতিবেগ বৃদ্ধির সাথে সাথে নদীতে পলি পড়ে বিভিন্ন স্থানে ডুবোচর সৃষ্টি হয়। এতে শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিগুলো সতর্কতার সাথে চলাচল করছে। কয়েকদিন ধরে ¯্রােতের সাথে প্রচুর পরিমানে পলি ভেসে এসে এ রুটের লৌহজং টার্নিংয়ের প্রবেশমুখে চর পড়ে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার রাতে কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরি ঘাট থেকে কেটাইপ ফেরি কিশোরী ১০ টি ছোট গাড়ি, ৫ টি ট্রাক ও ২ শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার পর রাত ১ টার দিক লৌহজং টার্নিংয়ে প্রবেশ করে। এসময় শিমুলীয়া ঘাট থেকে ছেড়ে আসা ডাম্ব ফেরি রামশ্রী তীব্র ¯্রােতে নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরী ফেরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কিশোরী ফেরির তলানীতে ছিদ্র হয়ে ফেরিতে পানি উঠে প্রায় ডোবার উপক্রম হয়। তবে বড় কোন দূর্ঘটনা ঘটার আগেই চালকরা ফেরি দুটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে অল্পের জন্য রক্ষা পায় উভয় ফেরির ৪ শতাধিক যাত্রী।
কেটাইপ ফেরি কিশোরীর যাত্রীরা বলেন, আমাদের ফেরিটি নদীর মাঝের একটি মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ফেরির সাথে ধাক্কা লাাগে। এতে আমাদের ফেরিটির তলানী ছিদ্র হয়ে ফেরিতে পানি ঢুকতে থাকে। আমরা তা দেখে অনেক ভয় পেয়ে যাই। পরে ফেরি কর্তৃপক্ষ কোনমতে জোড়াতালি দিয়ে ছিদ্র বন্ধ করে উত্তাল পদ্মা পাড়ি দিয়ে আমাদের শিমুলীয়া পৌঁছে দেয়।
কেটাইপ ফেরির মাস্টার ইনচার্জ মো. জামাল উদ্দিন বলেন, এমনিতেই সরু চ্যানেল দিয়ে ফেরি চালাতে হিমশিম খেতে হচ্ছে। তার উপর তীব্র ¯্রােতে পলি ভেসে এসে লৌহজং টার্নিংয়ের প্রবেশমুখে ডুবোচর সৃষ্টি হয়েছে। একদিকে ডুবোচর অন্যদিকে ¯্রােতের তীব্রতা থাকায় ডাম্ব ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে আমার ফেরিকে ধাক্কা দিয়েছিল। তবে এতে আমাদের কোন ফেরি বা যাত্রীদের কোন ক্ষতি হয়নি।
বিআইডবিøউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আ. সালাম বলেন, তীব্র ¯্রােতের কারণে লৌহজং টার্নিংয়ের প্রবেশমুখে দুটি ফেরির সাথে সামান্য ধাক্কা লেগেছিল। তবে এতে বড় ধরণের কোন দূঘর্টনা ঘটেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন