বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

২০১৬ সাল থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের দাবি রাজধানীতে অভিভাবকদের মানববন্ধন

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৬ সালের মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের অভিভাবকরা। গতকাল (শনিবার) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, উত্তরা হাইস্কুল এন্ড কলেজ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, এলপিএস স্কুল, নবাব হাবিবুল্লাহ স্কুল, পরশমনি স্কুল, উত্তরখান স্কুলের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা। মানববন্ধনে অভিভাবকরা বলেন, ‘শিশুর মানসিক বিকাশে এবং হয়রানি থেকে বাঁচাতে প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা কিছু বোঝার আগেই তাদের পরীক্ষার বোঝা চাপিয়ে দেয়া হয়। এ পরীক্ষা শারীরিক ও মানসিক চাপ ছাড়া আর কিছুই নয়।’ তারা আরও বলেন, যেহেতু সরকার ইতোমধ্যে প্রাথমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এ সিদ্ধান্ত এ বছর থেকেই চালু করা হোক।’ বক্তারা প্রধানমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং ২০১৬ সালেই ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করার দাবি জানান। নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন একজন শিক্ষার্থী কতবার প্রাথমিক সমাপনী পরীক্ষা দেবে। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন ২০১৭ সালে ৮ম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু কেন ২০১৬ সালে এই শিক্ষার্থীরাই আবার ৫ম শ্রেণিতে সমাপনী পরীক্ষা দিবে। এদেরকেই আবার ২০১৯ সালে ৮ম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে হবে। বক্তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ২০১৬ সালের ৫ম শ্রেণির পিএসসি পরীক্ষা বাতিল ঘোষণা না করা হবে, ততদিন সারা দেশের স্কুলে স্কুলে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। উত্তরায় আয়োজিত বক্তব্য রাখেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু, এইচ এ মানিক, হাজী শহিদুল ইসলাম, আব্দুর রহিম, মোঃ আরিফ হোসেন, মোঃ সরাফাত হোসেন, তানিয়া সাঈদ, মোঃ জহিরুল আলম শিমুল, জিয়াউল কবির খোকন প্রমুখ নেতৃবৃন্দ। অন্যদিকে ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের সিদ্ধেশ্বরী মূল কলেজ ভবনের সম্মুখে এক মানববন্ধনে বক্তব্য রাখেন ভিকারুন নিসা নূন স্কুলের অভিভাবক অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ, দিলারা চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা মলয় কুমারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন