শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২ মাসেই ভেঙে পড়লো লাখ টাকার বাউন্ডারি

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

নির্মাণের ২ মাসের মাথায় ভেঙে গেল ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত তেঁতুলিয়া ইকোপার্কের বাউন্ডারী ওয়াল।

বন বিভাগ সূত্রে জানা যায় প্রায় ১৫ একর বনজ ও ফলদ বাগানের রক্ষাণাবেক্ষণের জন্য গত ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে তেঁতুলিয়ায় ইকোপার্কের দ্বিতীয় কিস্তির বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়। যার ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মের্সাস বিদুৎ এন্টারপ্রাইজ। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানির ঢলে গত ৪ জুলাই রাতে বাউন্ডারী ওয়ালটির প্রায় দেড়শ ফিট ভেঙে পড়েছে। এছাড়া নির্মাণাধীন বাউন্ডারী ওয়ালের আরও ১শ’ ফিট ফাটল দেখা দিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারকে ৮ জুলাই পত্রের মাধ্যে নতুন ওয়াল নির্মাণের জন্য কর্তৃপক্ষ তাগিদ দিলেও আজও কাজ শুরু করেননি।

এলাকাবাসীরা জানান, বাউন্ডারী ওয়াল নির্মাণের সময় নিম্নমানের সিমেন্ট, বালু, ইট ও পাথর ব্যবহার করা হয়েছে। বাউন্ডারী ওয়াল নির্মাণের পর সঠিকভাবে পানি সেচ দেয়া হয়নি। এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট অফিসারকে অনেকে একাধিকবার মৌখিক অভিযোগ করেছে। কিন্তু আমাদের কথায় কোন গুরুত্ব দেয়নি। ফলে দু’মাস যেতে না যেতেই বাউন্ডারী ওয়ালের প্রায় দেড়শ ফিট ভেঙে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন