দারুল আজহার ক্যাডেট মাদরাসা সুনামের সাথে দীর্ঘ ৯ বছর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে ইলমে ওহীর এই সূতিকাগারে সংযুক্ত করা হয়েছে দেশের ঐতিহ্যবাহী কওমী ধারার সফল শিক্ষা পদ্ধতি মাদানী নেসাব। এ বিভাগ থেকে একজন শিক্ষার্থী ৭ বছরে জালালাইন জামাতের পাশাপাশি জেডিসি, দাখিল ও আলিম শ্রেণি সমাপ্ত করবে। মাদানী নেসাব উদ্বোধন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে উত্তরা মডেল টাউন ক্যাম্পাসে এক বিরাট অভিভাবক সমাবেশ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জোবায়ের আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অনলাইন ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিকী, মায়ামেঘ ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান আসাদুজ্জামান। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন